চুয়াডাঙ্গায় ট্রেনে কাটাপড়ে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটাপড়ে মেঘনাল ব্যাধ নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বিকালে আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।
মেঘনাল ব্যাধ (৭০) উপজেলার রেলকলোনি পাড়ার স্বর্গীয় টিপনি ব্যাধের স্ত্রী।
বিকালে মেঘনাল ব্যাধ বাড়ির পাশে রেললাইনের ওপর বসেছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দেখে তিনি দ্রুত লাইনের ওপর থেকে সরে যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে যায়। এতে ট্রেনে কাটাপড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নেয়।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ট্রেনে কাটাপড়ে এক নারী মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন