রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফান, ক্ষোভের মুখে আরশাদ ওয়ার্সী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:১১
অ- অ+

তুমুল যুদ্ধ শুরু হয়েছে ইউরোপের প্রতিবেশী দুই দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। তারই মধ্যে এই যুদ্ধ নিয়ে খানিক মশকরা করে নিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সী। নিজের ছবি ‘গোলমাল’ থেকে একটি মিম টুইটারে শেয়ার করেছেন তিনি।

সেই মিমে দেখা যায়, অজয় ​​দেবগণ, শরমন যোশি এবং রিমি সেনের সঙ্গে নিজেকে জুড়ে একটি ভিডিও পোস্ট করেছেন আরশাদ। সেখানে শরমনকে আমেরিকা, নিজেকে ইউক্রেন এবং অজয়কে জামার্নি হিসেবে ট্যাগ করেছেন। অন্যদিকে, রিমি সেনকে বুঝিয়েছেন ইউক্রেনের যুদ্ধ নিয়ন্ত্রিত এলাকা হিসেবে।

মিমের ক্যাপশনে আরশাদ লিখেছেন, ‘আত্মব্যাখ্যামূলক...গোলমাল তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল।’ অভিনেতার এই মিম ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। ‘অসংবেদনশীল’ হওয়ার জন্য অনেকেই তার টুইটটিকে ‘ঘৃণ্য এবং বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘প্রত্যেকেই যা চায় তা বলার অধিকারকে আমি সম্মান করি, তাই আমি বলতে চাই, আপনার সিনেমাকে গৌরবান্বিত করার সুযোগ হিসাবে এটিকে বিবেচনা করা উচিত নয়। এটি ঘৃণ্য, এবং বেশ বিরক্তিকর।’ অন্য একজন লিখেছেন, ‘মানুষ মারা যাচ্ছে এবং আপনি হাসছেন।’ পরে ক্ষোভের মুখে টুইটটি ডিলিট করে দেন আরশাদ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছেন। নাগরিকদের সুরক্ষার উদ্দেশ্যে এই অভিযান চালানো হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে দেশটির তরফ থেকে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির যাত্রা শুরু
কাকরাইল মোড়ে বাসের পর বাসে আসছেন জবি শিক্ষার্থীরা, চলছে অবস্থান
ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগরভবনের ভেতরে অবস্থান নিয়েছে হাজারো নগরবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা