ময়মনসিংহে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২২, ১২:৫৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জর রায়ের বাজারে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে । ক্ষতির হাত থেকে বেঁচে গেছে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ।

পরে স্থানীয়দের কাছ থেকে আগুনের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে চারটি মুদি, নয়টি কসমেটিক্স ও দুইটি প্লাস্টিকের দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থা নেওয়ায় রক্ষা পেয়েছে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ।

এ খবর নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে তা বাজারের চারটি মুদি, নয়টি কসমেটিক্স ও দুটি প্রাস্টিকের দোকান পুড়ে গেছে। পরে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পরে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার র্সাভিস কর্মকর্তার।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :