‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে অস্বস্তিতে অক্ষয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২২, ১০:৪৬
অ- অ+

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে গোটা ভারতে তুমুল বিতর্ক। কাশ্মীর থেকে হিন্দু পন্ডিতদের উৎখাতের ঘটনাকে সামনে এনে নির্মিত এই সিনেমা প্রথম সপ্তাহে ৬৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ব্যবসা ভালো দেখে দ্বিতীয় সপ্তাহে বাড়ছে সিনেমা হলের সংখ্যা।

এই ব্যাপারটিই অস্বস্তিতে ফেলে দিয়েছে বলিউডের বক্স অফিস কিং অক্ষয় কুমারকে। শুক্রবার দোলের দিনে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বচ্চন পান্ডে’। অ্যাকশনে ভরপুর এই ছবি এ সপ্তাহের একমাত্র রিলিজ। কিন্তু বক্স অফিসে এই ছবিকে জোর টক্কর দিতে প্রস্তুত ‘দ্য কাশ্মীর ফাইলস’। ধারণা করা হচ্ছে, ৩৫০ কোটি টাকা ব্যবসা করতে পারে ছবিটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্য দেখে অক্ষয়ের ছবিকে স্ক্রিন দিতে রাজি হচ্ছেন না হল মালিকরা। তাই বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘাতে অক্ষয় কুমার। ৪০০ থেকে ৫০০ স্ক্রিন হারিয়েছে তার অভিনীত বচ্চন পান্ডে।

এক সপ্তাহে ১০০ কোটির ক্লাবে ঢুকে অক্ষয় কুমারকে টাফ কম্পিটিশনের মুখে ফেলেছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখন অক্ষয়ের বচ্চন পাণ্ডের কপালে কী জোটে সেটাই দেখার।

ঢাকাটাইমস/১৯ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা