আন্দোলন সফল করতে সব দলের ঐক্য চাইলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মার্চ ২০২২, ১৩:৪৩ | প্রকাশিত : ২০ মার্চ ২০২২, ১৩:৩৫

সরকারবিরোধী আন্দোলন সফল করতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

ফখরুল বলেন, সামনে কঠিন সময়। এই সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি যার ত্যাগ সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ। কিন্তু তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না৷

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, দম বন্ধ করার পরিস্থিতি বিরাজ করছে দেশে। আমরা নিশ্বাস নিতে পারছি না। গত ১৪ বছর ধরে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছি। যেদিন সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী, রাষ্ট্রবিরোধী সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান সৃষ্টি করতে পারবো তখন এই লড়াই সফল হবে।

কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম ও কে এম ওবায়দুর রহমানের মেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২০মার্চ/বিইউ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :