‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে’

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২২, ১৬:০২| আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬:০৮
অ- অ+

সবধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-৫ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল।

রবিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার প্রাঙ্গণে পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্য নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য হেলাল বলেন, এ দেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মতো মৃত্যুভয়কে উপেক্ষা করে তিনি পদ্মাসেতুসহ দেশের উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন- তা বর্তমান বিশ্বে রোল মডেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. সামসুন নাহার রনী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সামছুল আলম, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন সন্দেশ, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন প্রমুখ।

সারা দেশের মতো নওগাঁর আত্রাই উপজেলায় ১০ হাজার ৮৪০ জন সুবিধাভোগী এই সুবিধার পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩১ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিলের মধ্যে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা