লক্ষ্মীপুরে সাবেক স্ত্রীকে গলাকেটে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২২, ১৫:৫৭
অ- অ+

পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে লক্ষ্মীপুর সাবেক স্ত্রী শহর বানুকে গলাকেটে হত্যা করেছে সাবেক স্বামী খোকন আলী শেখ।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শহরের স্টেডিয়াম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত শহর বানু পঞ্চগড়ের গোবীন্দগঞ্জের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত খোকন আলী বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা বলে জানান পুলিশ।

খবর পেয়ে পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়য়ার সারিয়াকান্দি থেকে গত ২০ দিনে আগে ফকির আলী ও শহর বানু পালিয়ে লক্ষ্মীপুরে আসে। সম্পর্কে তারা দুজন দেবর-ভাবি। ফকির আলীর সংসারে রয়েছে দুই সন্তান ও শহর বানুর সংসারে রয়েছে তিন সন্তান। পরে স্বামী খোকন আলী শেখকে ডির্ভোস দিয়ে দেবর ফকির আলীকে বিয়ে করে শহর বানু। এরপর থেকে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তারা। বিষয়টি জানতে পেরে সাবেক স্বামী খোকন আলী শেখ সকালে লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ওই ভাড়া বাসায় উঠে। পরে শহর বানুকে নানাভাবে বুঝিয়েও বাড়িতে ফিরে নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় খোকন আলীকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়। হত্যাকাণ্ডের সময় ছোট ভাই বাসায় ছিল না বলে জানিয়েছে স্থানীয়রা। গত কয়েকদিন ধরে ফকির আলী লক্ষ্মীপুরে ভাঙ্গারী ব্যবসা করতো।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে এই হত্যাকান্ড হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘাতক খোকন আলীর ছোট ভাই বর্তমান স্বামী ফকির আলীকেও খুজঁছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৪ জন
মাইলস্টোনের আকাশে খসে পড়া তারাগুলো
ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা: নাহিদ ইসলাম
মাইলস্টোনের শিক্ষিকা মাশুকা বেগমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা