চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা রবিবার থেকে

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২২, ১৭:২৭
অ- অ+

চট্টগ্রামে বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত বৈশাখী মেলা রবিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে । সোমবার অনুষ্ঠিত হবে বলী খেলা। এ খেলায় প্রায় অর্ধশতাধিক বলী অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। অপরদিকে মঙ্গলবার পর্যন্ত চলবে মেলা। তবে রমজান মাস হওয়ার কারণে এবার মেলা নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন সিদ্ধান্তও নেয়া হয়েছে। যানজট এড়াতে কোতোয়ালী থেকে আন্দরকিল্লা পর্যন্ত সড়কে একপাশ উন্মূক্ত রাখার সিদ্ধান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যের পসরা নিয়ে আসতে শুরু করেছে বিক্রেতারা। কেসি দে রোড এলাকাসহ লালদিঘির আশেপাশের খালি জায়গায় পণ্য মজুদও শুরু করেছেন। এর মধ্যে চলছে ক্ষুদ্র পরিসরে বেচা কেনা।

মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, গতকাল শুক্রবার থেকে বিক্রেতারা আসতে শুরু করেছে। আজ শনিবারের মধ্যে পুরো এলাকায় জমজমাট হয়ে উঠবে। বলী খেলায় অংশগ্রহণকারীদের মধ্যেও ব্যাপক আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে মোবাইলে প্রায় অর্ধশতাধিক বলী যোগাযোগ করেছেন। তাদের প্রায় সবাই বলী খেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

টানা দুই বছর করোনার প্রকোপে বন্ধ থাকার পর আবারও বসছে মেলা। বাঙালি সংস্কৃতির আমেজ পেতে শুরু করেছে নগরবাসী।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা