ট্রেনে ঈদযাত্রার শুরুতেই সিডিউল বিপর্যয়, ‘বাকি দিন কী হবে?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২:৪১ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২২, ১১:৫১

ঈদযাত্রার শুরুতেই ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। বুধবার তিনটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে বিলম্বে। এর মধ্যে সবচেয়ে বেশি দেরি করে যাত্রা করেছে রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস। শুরুতেই যাত্রা বিলম্ব ঘটায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন । তাহলে বাকি দিনগুলোতে কী হবে- এ প্রশ্ন তুলেছেন তারা।

বুধবার কমলাপুর স্টেশন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদের বাকি আছে আর মাত্র ছয় দিন। এরই মধ্যে মানুষ নাড়ির টানে ফিরতে শুরু করেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সিডিউল অনুযায়ী বুধবার সকাল ৬টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু যথাসময়ে স্টেশন ছাড়তে পারেনি ধূমকেতু। এর বদলে ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস দিয়ে শুরু হয় ঈদ যাত্রা।

যাত্রার প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ৫৫ মিনিট দেরি করে স্টেশন ছাড়ে ৬টা ৫৫ মিনিটে।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসও বিলম্ব করে ৩৩ মিনিট। ট্রেনটির কলমলাপুর ছাড়ার সিডিউল ছিল সকাল ৮টা ১৫ মিনিট। কিন্তু ছেড়ে যায় ৮টা ৪৭ মিনিটে।

রংপুর এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল সকাল ৯টা ১০ মিনিটে। এটি এক ঘণ্টা ২০ মিনিট বিলম্বে সকাল ১০টা ৩০ মিনিটে যাত্রা করে।

তবে অন্যান্য ট্রেন যথাসময়েই স্টেশন ছাড়তে পেরেছে। এর মধ্যে রয়েছে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতি, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতি।

রংপুর এক্সপ্রেসের বিলম্ব নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। তাদের মধ্যে অনেকে রয়েছেন, বাড়তি কোনো ছুটি পাননি। অনকেই ঈদের পরদিন ফিরতে হবে ঢাকায়। তাদের কাছে এক ঘণ্টা সময়ও অনেক দামি।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই বলেন, ‘যাত্রার শুরুতেই দেরি, বাকি দিনগুলোতে তাহলে কী হবে?’

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চম দিনের মতো বুধবার সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দেয়া হচ্ছে ১ মে যাত্রার টিকিট। ওইদিনের টিকিট পেতে মঙ্গলবার থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো টিকিটপ্রত্যাশী। যাদের একটা বড় অংশই স্টেশন এলাকাতেই সেরেছেন ইফতার ও সেহরি। টিকিটের জন্য অনেক নারী স্টেশনে এসেছেন সেহরির আগে।

৩ মে ঈদের হিসাব করে বৃহস্পতিবার বিক্রি হবে ২ মে’র টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।

উল্লেখ্য, রেলেওয়ের সূত্রমতে, এবারের ঈদ যাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে ঢাকা ছাড়বে। এর মধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে ২৭ হাজারের বেশি।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :