সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ২৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২২, ১৬:২৩
অ- অ+

চার বছর পর ২৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। এতে বর্তমান কমিটির সভাপতি দীপংকর কান্তি-দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে পুনঃরায় নির্বাচিত করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের যৌথ স্বাক্ষরে মঙ্গলবার সন্ধ্যায় এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ৭৭ জনকে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জনসহ অন্যান্য পদে ২৯৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘোষিত কমিটির তালিকায় উল্লেখ করা হয়, এই কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে অব্যাহতি প্রদান করা হবে। সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণাদি দপ্তর সেল, কেন্দ্রীয় কায্যালয়ে জমা দেওয়ার জন্য আহবান জানায়।

সহসভাপতি পদে যে ৭৭ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন- লিখন আহমদ, জিসান এনায়েত রাজা, ওমর ফারুক সিদ্দিকী মামুন, আল হাসান মো. কাউসার, অরিন্দম মৈত্র অমিয়, মনসুর আহমে, গৌতম তালুকদার দ্বীপ, কাউসার আহমেদ, ফয়সল আহমেদ, আবু তাহের নিরব, দিলদার হোসেন, ফয়জুল ইসলাম সুমন, আকসার ইবনে আজিজ পাঠান,মো. কামরুল হক, জাহিদুল ইসলাম চপল, শামসুল আবেদীন রাজন, তোফায়েল আহমেদ রয়েল, আকমল হোসেন, মাহিন তালুকদার, মোস্তফা কামাল চৌধুরী মাহি, মাহবুবুর রহমান আপন, টিটু রঞ্জন পাল, আলমগীর হোসেন, আতাউল হক সানি, তানভীর চৌধুরী, মাহবুব আলম মুন্না, নির্মলেন্দু সরকার কল্লোল, সুব্রত তালুকদার হিমেল, সন্দীপ সরকার তুষার, নাদিম কবির,সজিবুল করিম সাদ্দাম, রুহুল ফেরদৌস পুলক, জাহাঙ্গীর আলম, পলাশ চৌধুরী, মান্না তালুকদার লিমন, সাইফুর রহমান জিসান, মোস্তাক আহমদ পীর, সোহেল মিয়া, গৌরিকা পূরকায়স্থ, ইফতি বখত, জুবায়ের আহমদ রাকিব, জমসেদ আলী, খোরশেদুল হাসান খোরশেদ, আশরাফুল ইসলাম রাহাত, এহসানুল হক এহসান, মো. মনির হোসেন,ধীমান চন্দ্র, আল রাহীম মজিদ, মামুন আহমেদ, সাজুর মনির রুবেল, রুপন রায়, একরামুল হোসেন সোহেল, প্রান্ত সরকার অর্নব, নীল পদ্ম রায় প্রান্ত, এইচ এম বখতিয়ার,মাজেদুল ইসলাম ফরহাদ, শাহরিয়ার আহমেদ সাগর, সফিকুর রহমান রনি, জাকির হোসেন তালুকদার, আহসানুল হক তানভীর, আবু ফাত্তাহ রাসেল, সৈয়দ মেহেদী হাসান রনি, শাহ মো. মোজ্জাকের আলী, শামীম হোসেন, ইকবাল মাহমুদ শাহরিয়ার, ওমর ফারুক, সজিব কান্তি দাস, কবির খান, পঙ্কজ তালুকদার, কামরুজ্জামান জেরিন, রাজু দেবনাথ, বিজয় কৃষ্ণ দাস, নাজমুল হাসান খন্দকার, সৈয়দ ইমদাদুল হক ফাহিম, নূরে আলম সোহাগ, মো. রুমন মিয়া।

সাধারণ যুগ্মসম্পাদক পদে ১১ জনকে স্থান দেয়া হয়েছে। তারা হলেন- হারুনুর রশিদ হারুন, মাসকাওয়াত জামান ইনতি, জগৎজ্যোতি রায় জয়, তৈয়বুর রহমান, মো. রাহাত আহমেদ, তানভীর আহমেদ সোহান, মাজেদুল ইসলাম মাদে, জ্যোর্তিময় বণিক দীপ্ত, মো. তাফসীরুল ইসলাম, মাজিদুর রহমান মুন্না, মুস্তাকিম আহমেদ রায়হান।

সাংগঠনিক সম্পাদক পদে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- জুনায়েদ আহমদ, ফয়সল আহমেদ, আসেফ বখত রাদ, মাহমুদুল হাসান তারেক, সৃজন দেবনাথ, তারেক আহমদ, দুর্জয় তালুকদার, অনিক দাস, তুষার আফনান, আতাহার মাসুম নয়ন, শাহরিয়ার নূর নিহান।

এছাড়াও প্রচার সম্পাদক পদে মো. সাইফ উদ্দিন, উপ-প্রচার সম্পাদক পদে রাশিদুল হক ইফতি, জাহিন পুরকায়স্থ, সুজন হাজারা ভুট্টো, রুদ্র সামন্ত, এসএম আতিক হাসান।

দপ্তর সম্পাদক পদে প্রভাস পাল। উপ-দপ্তর সম্পাদক পদে মাহবুব আলম, রনি নাগ, রাজন উদ্দিন, আতিকুর রহমান সুজন, সাদেক আহমেদ।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে সিরাজুল ইসলাম সেলিম. উপ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে শুভ দাস, ইনজামুল হক চৌধুরী সালমান, মো. আলী জুলফিকার, মহিবুর রহামান তারেক।

শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে জয় কান্তি দে, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান শিপন, হুমায়ূন রশীদ, মোস্তাক আহমেদ রাজু, তোফাজ্জাল হোসেন নাঈম।

ছাত্রী বিষয়ক সম্পাদক পদে জেমিন কবির পূর্ণ, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে অন্নপূর্ণা মীম, প্রিয়াংকা রানী দাশ, ফারজানা রহমান।

অর্থ বিষয়ক সম্পাদক পদে আবু সুফিয়ান সুফি, উপ-অর্থ বিষয়ক সম্পাদক পদে দিদারুল ইসলাম দিদার, মোবারক ইসলাম, ফজলে রাব্বি ফাহিম, হাফিজুর রহমান সুমন।

আইন সম্পাদক পদে মুশফিকুর রহিম পীর, উপ-আইন সম্পাদক পদে সৈয়দ তায়েফ আহমেদ, ফরহাদ উদ্দিস ফারুক, আব্দুল মুকিত আকাশ, জাহাঙ্গীর আলম জামাল।

পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রাজন দা, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আসাদ মাসুদ, স্বাক্ষর রায়, রিগান আহমেদ, বদরুল আমীন।

স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক পদে জালাল উদ্দিন রনি, উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক পদে তানভীর আহমদ অলি, মনোয়ার চৌধুরী, হাসান চৌধুরী রাহী, ফজলে রাব্বি ফাহিম।

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রিয়াদ তালুকদার, উপ- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রবিউল আউয়াল রবি, সুদীন কান্তি দাস, সাইদুর রহমান, গোলাম মোস্তাফা রনি।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রাকিব উদ্দিন রাসেল, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নিক্সন তালুকাদর, শাহ আলম বাসিত, জুয়েল দাস, সাখাওয়াত হোসেন রুবেল।

সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে অরুপ রায়, উপ- সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে এম এ আরমান অপি, আহসান উদ্দিন তালুকদার, প্রকাশ চন্দ্র ধর, হুজাইফা হুদা অনিক।

ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে তায়েফ আহমেদ, উপ- ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে শিমুল হাসান রাফি, ফাহিম আমেদ, আল আমীন তালুকদার,আরমান আহমেদ।

পাঠাগার বিষয়ক সম্পাদক পদে দীপ্ত কান্তি দাস, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক পদে সোয়েব আবির রাতুল, তোহা চৌধুরী, মো. সাজ্জাদ খান, জয়েদ আহমদ।

তথ্য ও গকেষণা বিষয়ক সম্পাদক পদে আবু তাহের, উপ- তথ্য ও গকেষণা বিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম রাসেল, মো. ইমন মিয়া, মো. আলী রাজ, ফখরুল আহসান জেনিস।

ধর্ম বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ রুবেল, উপ- ধর্ম বিষয়ক সম্পাদক পদে তানভীর আহমেদ আউয়াল, দীপ্ত দাস তন্ময়, মির্জা ইসলাম মান্না, সিদ্দিকুর রহমান।

কৃষি বিষয়ক সম্পাদক পদে মহশিউল হক তানিম, উপ- কৃষি বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান অহি, রাজিব তরফাদার, মাহিন আহমদ লোকমান।

গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদে মতিউর রহমান, উপ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদে আপন আহমদ, আতিকুর রহমান রিয়াদ, রোহানুজ্জামান, মো. হাবিবুর রহমান জয়।

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে সালমান আহমেদ ফাইদ, উপ- ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লা আল হাসান,

স্বপ্নীল বণিক গৌরব, রাহুল তালুকদার।

সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মিসবাউদ্দোজা জুনেদ, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মোস্তাক আহমেদ, অন্ত রায়, পারভেজ আহমদ, আল রাহিম মাজিদ।

বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে আশিকুর রহমান সাগর, উপ- বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে মিসবাহ উদ্দিন , পুলক তালুকদার, বিধান দাস, মো, সাইফুল ইসলাম।

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে আহকমল হোসেন অভি, তন্ময় দাস, শশাঙ্ক দাস, নুর মোহাম্মদ সজল।

নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে শুভজিত সেন রায় আপন, উপ- নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে শঙ্কর দত্ত, তাওসীফ মাহদি সানি, রিংকন দাস, সৈয়দ তায়েফ আহমেদ।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে আবু জাহিদ, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে নিতেশ সরকার, ইয়াসিন আকন্দ, বিশ্বজিৎ চৌধুরী রাজিব, জয় কুমার দাস।

কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে নুরুজ্জামান টিপু, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে জিলু আহমেদ, সিদ্দিকুর রহমান আল আমীন, সাদমান হোসেন, খোরশেদুল হাসান।

গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে সাইফুল ইসলাম , উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আবু সালেহ মুসা, বিশ্বজিৎ দাস, জালাল আহমেদ আকাশ।

মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে সারোয়ার হোসেন ফাহিম, উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে সাজু তালুকদার, রুপন কান্তি দাস, সাজিদুর রহমান সোহেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মাহমুদ হোসেন জুয়েল।

উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে দিলাউর রহমান, জাকির হোসেন রাজিব, মো. মোবারক হোসেন, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক পদে সাগর বিশ্বাস, উপ- ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক পদে জহির রায়হান, অমিত হাসান রকি, তোফায়েল মিয়া।

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে রাজেশ তালুকাদর রিদম, উপ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে স্বপন দাস, অর্ণব বিশ্বাস, দেবব্রত তালুকদার জনি, ইলিয়াস আহমেদ রানা,সহ সম্পাদক পদে আরিফুজ্জামান শুভ, মেহেদি হাসান সাকিব, জাহিদুল ইসলাম রাব্বি, মোকাব্বির আলম শরীফ, জাহেদুল করিম, সঞ্জয় চন্দ্র সেন, আতাহার ফিদা লাবীব, তোফায়েল আহমদ তালুকদার, ইমদাদুল হক ইমন, স্বপ্ন আচার্য্য, জাহিদুল ইসলাম, মাসুম আহমেদ, অপু দাস, রবিউল ইসলাম, আব্দুল কাইয়ূম, লিংকন মিয়া, খাইরুল ইসলাম দুলাল, মাহতাব আহমেদ, অনিক হাসান শাওন, জাহিদ হাসান সেলিম, রাহাত হায়দার, মো.সজীবনূর, ইমন চন্দ্র দাস, রায়হান আহমেদ, আব্দুস সালাম, রায়হান খান পাঠান, পাভেল আহমদ কিরণ, চৌধুরী ইয়াসিন আরাফাত, সজীব রায় দুর্জয়, মো. রুহুল আমীন খোকন, মো. শরীফ মিয়া. তাশরীফ হোসেন, আরিফ হোসেন ইমন।

এছাড়াও সদস্য পদে পলক গ্রুপ অনিন্দ, সালমান ফারসি, হাসান আহমেদ, আবেদ আলম, জামিল আহমেদ, আল মিরাজ পাপ্পু, বুলবুর চৌধুরী, তাওসিফ মাহদি, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আহমদ বিজয়, জিয়ান মিয়া, এমএ মুক্তাদির আহমেদ, তারেক রহমান তারিফ এবং শাহরুখ হাসান পলকের নাম ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সট মেসেজ পাঠিয়ে প্রতারণা, ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
জাপানে একদিনেই সর্বোচ্চ তাপমাত্রার দুই রেকর্ড, হিটস্ট্রোক সতর্কতা জারি
শরীয়তপুরে পদ্মার ভয়াবহ ভাঙনে চোখের পলকে ভবন বিলীন
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ভেসে গেলেন ভারতের ১১ সেনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা