প্রশংসিত এ মিজানের তিন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ১৯:৫৭
অ- অ+

এই সময়ের জনপ্রিয় গীতিকার এ মিজান। দীর্ঘ সময় গানের ভূবনে বিচরণ করছেন। তার কথায় কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, নচিকেতা, মমতাজ, আসিফ আকবর, বেবি নাজনীন, কাজী শুভ, মিনার, ইমরান, কনা, ন্যান্সি, এফ এ সুমনসহ আরও অনেক জনপ্রিয় তারকা শিল্পী।

বর্তমানে অডিও গানের বাইরে নিয়মিত সিনেমা ও নাটকের জন্যও গান লিখছেন এ মিজান। তারই ধারাবাহিকতায় ঈদে বেশ আলোচনায় এসেছে তার লেখা তিনটি গান। এরমধ্যে একটি হলো ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘শান’ সিনেমার ‘তোর মতো আমাকে’ গানটি। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন।

পর্দায় সিয়াম-পূজার লিপে গানটি দর্শকের বেশ প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া ‘ভুলনা আমায়’ নাটকের ‘প্রেমের আগুন’ গানটিও এরইমধ্যে ভিউয়ের দিক থেকে বেশ এগিয়ে। বেলাল খানের কণ্ঠে গানটির সংগীত পরিচালনা করেছেন ই কে মজুমদার ইশতি। সুর করেছেন শিল্পী নিজেই। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এটি প্রকাশ করেছে সুলতান এন্টারটেইমেন্ট।

এদিকে জনপ্রিয় সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘বাংলার গায়েন’ খ্যাত গায়িকা লাবনী শাহরিয়ারের কণ্ঠে ‘আউলা ঝাউলা’ শিরোনামের আরও একটি গান দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটিতে মডেল হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ভিডিও পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। আরটিভি মিউজিক থেকে গানটি ঈদে প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কে এ মিজান বলেন, ‘‌গড়পড়তা অনেক কাজের চেয়ে অল্প সংখ্যক কাজ করা ভালো মনে করি। আমার এ তিনটি গানের কথা ও সুর তিন ঢংয়ের। প্রতিটি গানে আলাদা বিশেষত্ব রাখার চেষ্টা করেছি। তিনটি গানেই শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এভাবে শ্রোতাদের আরও ভালো কিছু গান উপহার দিতে চাই।’

(ঢাকাটাইমস/১৪ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা