নিউইয়র্কে মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ১১:১৪| আপডেট : ১৫ মে ২০২২, ১১:৪২
অ- অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কেটে এক বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার বিকেলে এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই সুপারমার্কেটে প্রবেশ করে গুলি চালাতে শুরু করেন। হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘটনার লাইভ স্ট্রিমিংও করেন তিনি। গুলিতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দোকানের কয়েকজন কর্মীও রয়েছেন, বাকিরা গ্রাহক।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। পুলিশ জানিয়েছে, টপস ফ্রেন্ডলি মার্কেট এলাকায় স্বয়ংক্রিয় রাইফেল থেকে নির্বিচারে গুলি ছুড়ে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, ‘পার্কিং লটেই তিন জনকে গুলি করে হত্যা করে ওই বন্দুকধারী যুবক।’

বন্দুকধারী ওই যুবককে ধরতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে পুলিশকে।

এ ঘটনায় যে ১০ জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে এক জন ছিলেন সুপার মার্কেটের গার্ড। বাকি নয় জন ছিলেন গ্রাহক।

সুপার মার্কেটের ম্যানেজার বাফেলো নিউজকে বলেন, ‘প্রায় ৭০ রাউন্ড গুলি ছোড়ে আততায়ী।’

তিনি কোনো মতে পালিয়ে বাঁচেন বলে জানান।

বাফেলোর মেয়র ব্রায়ান ব্রাউন সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের সকলের জন্য একটি অভিশপ্ত দিন। মার্কেট চত্বরে গুলি চালানোর ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করছি, অপরাধীর কঠোর শাস্তির আশা করছি।’

(ঢাকাটাইমস/১৫মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা