যশোরে চোরাই ট্রাকসহ আটক ১

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ১৮:১৯
অ- অ+

যশোরে চোরাই ট্রাকসহ শাহীন বিশ্বাস নামে একজনকে আটক করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর সুজলপুর থেকে শাহীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার কর হয়। রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার কোতয়ালী মডেল থানাধীন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সুজলপুর সাকিনস্থ জনৈক ফাহাদ স্টিল ফার্নিচারের দোকানের পশ্চিম পাশে শুটিপুর পাকা রাস্তার ওপর ১ জন ব্যক্তি চোরাই একটি ট্রাক নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান পরিচালনা করে শাহীন বিশ্বাস (৪৪)-কে আটক করা হয়। আটক শাহীন বিশ্বাস ঝলকাঠি জেলার কুলকাঠি থানার নলসিটি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার কাছ থেকে ১টি বড় ট্রাক উদ্ধার করা হয়।

শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত ট্রাকসহ কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা