সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ০১:২০
অ- অ+

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে।

রবিবার রাতে মুজিবুল হকের ব্যক্তিগত সহকারী মো. জুয়েল গণমাধ্যমকে বিষয়টি জানান।

জুয়েল বলেন, গত ৭ মে তিনি (মুজিবুল হক) জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ওনার ডায়াবেটিসের পরিমাণও বেড়ে গিয়েছিল। এসময় চিকিৎসকদের পরামর্শে ওনাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে রয়েছে।

মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী।

১৯৯৬ সালে তৎকালীন তিনি কুমিল্লা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

(ঢাকাটাইমস/১৬মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
ক্যানসার ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায় ভেষজ পাটশাক, ওজনও কমায় দ্রুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা