সোমালিয়ায় ফের প্রেসিডেন্ট নির্বাচিত হাসান শেখ মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১১:২৯| আপডেট : ১৬ মে ২০২২, ১১:৩৯
অ- অ+

সোমালিয়ার পার্লামেন্টের সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ।

বিবিসি জানায়, স্থানীয় সময় গত রবিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে রাজধানী মোগাদিসুতে কারফিউ জারি করা হয়। নিরাপত্তার কারণে বিমানন্দরের একটি কম্পাউন্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।

মোট ৩২৮ জন আইনপ্রণেতা ভোট দেন। অবশ্য একজন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন। আর তিনটি ভোট নষ্ট হয়।

বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো ১১০ ভোট পান। আর হাসান শেখ মোহাম্মদ ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি ২০১২-১৭ মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

(ঢাকাটাইমস/১৬মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা