বগুড়ায় পুকু‌রে ডু‌বে দুই শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২২, ২২:৫৩
অ- অ+

বগুড়ার গাবতলী‌তে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনাটি ঘ‌টে‌ছে মঙ্গলবার সন্ধ‌্যায় উপজেলার তারাবাইশা গ্রামে। শিশু দু‌টি বি‌কে‌লে আম কুড়া‌তে গি‌য়ে নি‌খোজ হওয়ার পর সন্ধ‌্যায় পুকু‌রে তা‌দের লাশ ভে‌সে উঠ‌লে স্বজনরা সেখান থে‌কে তা‌দের লাশ উদ্ধার ক‌রে।

নিহত শিশুরা হ‌লো, তারাবাইশা গ্রামের মেহেদী হাসানের ছেলে মিরাজ (৫) ও একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে আ‌য়েশা (৫)। সম্প‌র্কে তারা চাচা‌তো ভাই‌বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঝড়ো বাতাস শুরু হলে মিরাজ ও আয়েশা বাড়ির পাশের গাছে আম কুড়াতে যায়। তারা বাড়ি ফিরে না আসায় এর কিছুক্ষণ পরেই পরিবারের লোকজন দুজনকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে আমগাছের পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। এরপর তারা ‌শিশু দু‌টি‌কে উদ্ধার ক‌রে পু‌লি‌শে খবর দেয়।

গাবতলী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আম কুড়া‌তে গি‌য়ে তারা পা‌নি‌তে প‌ড়ে গি‌য়ে থাক‌তে পা‌রে। কোন অ‌ভি‌যোগ না থাকায় লাশ দু‌টো পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এরপ‌রেও আমরা গুরুত্ব দি‌য়ে তদন্ত কর‌ছি। এ ঘটনায় থানায় এক‌টি ইউ‌ডি মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/১৭মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা