অবশেষে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইন্দোনেশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৬:৩৮| আপডেট : ১৯ মে ২০২২, ১৭:২৯
অ- অ+

ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৩ মে সোমবার থেকে এটি কার্যকর হবে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জোকো।

দেশটিতে পাম তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

পাম তেল রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। অভ্যন্তরীণ ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে অপরিশোধিত পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। তা কার্যকরে গত ২৮ এপ্রিল পাম তেল এবং এর কিছু ডেরিভেটিভ পণ্যের চালান বন্ধ করে দেয় দেশটি। এর ফলে বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজার বেশ ভাল রকমের ধাক্কা খায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের তেলের বাজারেও।

এদিকে পাম অয়েল রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুদিন আগে ইন্দোনেশিয়ার কৃষকরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কৃষকদের আয় অনেকাংশে কমে গেছে। বিক্ষোভকারী কৃষকদের একটি দল জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে পাম ফলের দাম আঞ্চলিক কর্তৃপক্ষের নির্ধারিত ফ্লোর মূল্যের ৭০ শতাংশ নিচে নেমে গেছে। কৃষকদের বিক্ষোভের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানাল দেশটির সরকার।

(ঢাকাটাইমস/১৯মে/ আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা