প্রকাশ পেল ‘তালাশ’ ট্রেইলার, ১৭ জুন শুভমুক্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ২০:৫৮| আপডেট : ১৯ মে ২০২২, ২১:২১
অ- অ+

আসছে ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নবাগত চিত্রনায়ক আদর আজাদ-শবনম ইয়াসমিন বুবলী অভিনীত প্রথম সিনেমা ‘তালাশ’। রোমান্টিক থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত ছবির ইউনিট। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধায় ছবির টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতিক্ষীত এ সিনেমাটির অফিশিয়াল ট্রেইলার।

আদর আজাদ বলেন, 'দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো সিনেমাটির ট্রেইলার। গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের প্রথম জুটির সিনেমাটি। তবে এটুকু বলতে পারি, প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।'

বুবলী বলেন, 'সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।'

বুবলী-আদর ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান।

(ঢাকাটাইমস/১৯মে/এলএম/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা