‘ভাদাইমা’ খ্যাত টাঙ্গাইলের সেই কৌতুক অভিনেতা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ১৬:৫৬| আপডেট : ২২ মে ২০২২, ১৭:১০
অ- অ+

'ভাদাইমা' খ্যাত টাঙ্গাইলের কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

আজ রবিবার দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক জজ আলী বলেন, 'দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি জমেছিল। রবিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবশেষে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।’

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী। মারা যাওয়ার সময় আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেনও। তিনি জানান, তার মরদেহ গ্রামে নিয়ে আসা হবে। বর্তমানে ঢাকায় হাসপাতালে আছে। প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহসান আলী এক সময় কৃষিকাজ করে সংসার চালাতেন। প্রায় দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

(ঢাকাটাইমস/২২মে/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা