কারাগারে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা পাচ্ছেন হাজী সেলিম

আশিক আহমেদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ২১:৫৪
অ- অ+

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দশ বছরের সাজা নিয়ে পুরান ঢাকার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম কারাগারে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা পাচ্ছেন।

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ওই কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিনি (হাজী সেলিম) আদালতের আদেশানুযায়ী তাকে সুযোগ সুবিধা পাবেন।’

কারাবিধিতে একজন সাংসদ প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পান কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম শ্রেণীর মর্যাদা দেবেন সরকার।’

কারাগারের একটি সূত্র জানিয়েছে, হাজী সেলিম একজন এমপি এবং শারীরিক অবস্থার কারণে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পাবেন। এছাড়া উন্নতমানের হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।’

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ বলেন, ‘কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাবেন। তিনি বর্তমানে একজন সংসদ সসদ্য আছেন। তাই কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাবেন।’

এর আগে রবিবার বিকাল সোয়া তিনটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাজী সেলিম। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে আদালত থেকে পিকআপ ভ্যানে করে তাকে নিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশ।

(ঢাকাটাইমস/২২মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা