নিলয়-হিমির ‘বিপদে পড়ে বিয়ে’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৫:৫১
অ- অ+

বন্ধু তার গার্লফ্রেন্ডকে বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে এসেছে। রাতের বেলায় থাকার জায়গায় নেই। তাই কাছের বন্ধুর বাসায় গিয়ে আশ্রয় নেয়। সকাল বেলা রুমে গিয়ে বাড়িওয়ালা বন্ধু দেখে, তার বন্ধু নেই শুধু বউ আছে।

সেদিন বাড়িওয়ালা বন্ধুর বাবা-মা বাসায় ছিলেন না। একটু পর তার বাবা-মা এসে দেখেন, একটি মেয়ে বধু বেশে বসে আছে। বাবা-মা মনে করেন, তাদের ছেলে প্রেম করে বিয়ে করছে। তারা আনন্দের সঙ্গে ‘বাড়ির বউ’কে মেনে নেন।

ছেলেটা জানে, এটা তার বন্ধুর বউ, নিজের বউ না। কিন্তু বাবা-মা’কে তা কীভাবে বুঝাবে? অবশেষে তাদের মধ্যে প্রেম হয়। এ নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

এমনই গল্পে সম্প্রতি উওরার একটি শুটিং হাউজে নির্মিত হয়েছে একক নাটক ‘বিপদে পড়ে বিয়ে’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

পরিচালক নাজমুল রনি বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। এখানে নিলয় আলমগীর ও হিমি ভালো অভিনয় করছেন। তাদের দুজনের রসায়নটা বরাবরই ভালো। এই নাটকেও দারুণ ছিল। আশা করছি, দর্শক নাটকটি ভালো ভাবে নিবেন।’

‘বিপদে পড়ে বিয়ে’ নাটকটি প্রযোজনা করেছে এনআর মিডিয়া। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই ‘হাউজফুল’ নামে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে।

(ঢাকাটাইমস/২৩ মে/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা