ইউক্রেনের জেপোরোজিয়া, খারসনের বাসিন্দাদের নাগরিকত্ব দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৮:১৮
অ- অ+

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের খারসন ও জেপোরোজিয়া অঞ্চলের নাগরিকদের নাগরিকত্ব ও পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া সহজ করছে রাশিয়া।

গতকাল বুধবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ডিক্রির মাধ্যমে জেপোরোজিয়া ও খারসন অঞ্চলের বাসিন্দাদেরও একই সুবিধা দিতে বলেছেন পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্চের মাঝামাঝি ইউক্রেনের ক্রিমিয়ার উত্তরে অবস্থিত খারসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ সেনারা। এ সময় তারা জেপোরোজিয়ার বেশ খানিকটা অংশের দখলও ধরে রেখেছে।

খারসনের নিয়ন্ত্রণে নেওয়ার পরপরই সেখানকার গভর্নরকে সরিয়ে দেয় রাশিয়া।

চলতি মাসের শুরুতে ওই অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসন জানায়, তারা চলতি বছরের মধ্যে খারসনকে রাশিয়াভুক্ত করে নিতে পুতিনকে অনুরোধ জানানোর পরিকল্পনা করছে।

বিপরীতে, যেকোনো মূল্যে হারানো ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে, খারসন ও জেপোরোজিয়ার বাসিন্দাদের রুশ নাগরিকত্ব ও পাসপোর্ট দেওয়ার পদক্ষেপ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইউক্রেনের ওপর নিজেদের পছন্দ চাপিয়ে দেওয়ার রুশ প্রচেষ্টার যে কোনো অংশই ওয়াশিংটন ‘জোরের সঙ্গে প্রত্যাখ্যান’ করবে।

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা