মৌলভীবাজারে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০২ জুন ২০২২, ১১:১৬| আপডেট : ০২ জুন ২০২২, ১১:১৭
অ- অ+

মৌলভীবাজারে সাপের কামড়ে লিলাই বেগম (৫৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিলাই বেগম কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী।

নিহতের ছেলে বাবুল মিয়া জানান, মা বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে রান্না ঘরে গিয়ে চা তৈরি করার জন্য লাকড়ি আনতে গেলে একটি সাপ তার আঙ্গুলে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তার আমি মাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

বাবুল মিয়ার অভিযোগ, ডাক্তার তার মাকে সাপে কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন।

তিনি আরও অভিযোগ করেন, ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে এবং মাকে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়িতে নেওয়ার পথে রাস্তাতেই তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। সিভিল সার্জন বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
ইছামতী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা