বন্ধুর বোনকে রক্ত দিতে এসে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২২, ০৮:০৭| আপডেট : ২৩ জুন ২০২২, ০৮:১৪
অ- অ+

বন্ধুর বোনের জন্য রক্ত দিতে এসে হাসপাতালের দোতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে শাহরিয়ার শুভ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর।

বুধবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

শুভ সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শুভর বন্ধু রাকিব হোসেন জানান, তার ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন ধরে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত শুভ তাকে রক্ত দিতে বুধবার সাভার থেকে ঢাকায় এসেছিলেন। রক্ত দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের বারান্দায় বসে ছিলেন শুভ। এ সময় রাকিব তার বোনের সঙ্গে দেখা করতে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে জানতে পারেন, শুভ মাথা ঘুরে দোতলা থেকে পড়ে গেছেন।

রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুভ সাভারে থাকতেন। তার বাবা গোলাম মাওলা রিপন সৌদি আরব প্রবাসী। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর এলাকায়।

(ঢাকাটাইমস/২৩জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা