পদ্মা সেতু নিয়ে তপন বাগচীর গানে শিল্পী বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২২, ১৪:৩৭| আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:০১
অ- অ+

দিন গড়িয়ে রাত পোহানোর অপেক্ষা। শনিবার সকালেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু নিয়ে ইতোমধ্যে ডজন খানেকেরও বেশি গান তৈরি হয়েছে। সেই তালিকায় আছে ড. তপন বাগচীর লেখা একটি গান। যৌথভাবে এটি গেয়েছেন শিল্পী বিশ্বাস ও প্রেম ইসলাম। গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের ব্যানারে এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী চয়ন ইসলামের তত্ত্বাবধানে গানটি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।

গানটি সম্পর্কে গীতিকবি তপন বাগচী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক গান রচিত হয়েছে, আরও হবে। কিন্তু অন্যের কবিতার চরণ টুকে নেওয়া কিংবা ভুল অন্ত্যমিল ও ছন্দের গানের জোয়ার দেখে মনে হলো অন্তত শুদ্ধ ছন্দ-অন্ত্যমিলে একটি গান হোক। শিল্পী বিশ্বাস ও প্রেম ইসলামের কণ্ঠে গানটি উৎরে গেছে বলে মনে হচ্ছে। সুরকার নাজির মাহমুদকেও ধন্যবাদ জানাই সুরের মধ্যে উৎসবমুখরতা সৃষ্টির জন্য।’

সুরকার নাজির মাহমুদ বলেন, ‘তপন বাগচীর লিরিক পড়লে আর সুর নিয়ে ভাবতে হয় না। ছন্দ ও পর্ববিন্যাস এমনভাবে করা থাকে যে সহজেই সুর প্রয়োগ করা যায়। গানটি ভালো হয়েছে আশা করি।’

গায়িকা শিল্পী বিশ্বাস বলেন, ‘তপন বাগচী দাদার কথায় আমি বেশ কয়েকটি গান গেয়েছি। বাণীতে কোনো জড়তা নেই, গাইতে স্বাচ্ছন্দ বোধ করি। জানি না, শ্রোতাদের কাছে কতটুকু পৌঁছাবে।’

গায়ক প্রেম ইসলাম বলেন, ‘তপন বাগচীর মতো গুণী গতিকবি, নাজির মাহমুদের মতো প্রথিতযশা সুরকার এবং শিল্পী বিশ্বাসের সঙ্গে আমি কণ্ঠ দিতে পেরেছি, এটিই বড় সৌভাগ্যের।’

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি চয়ন ইসলাম বলেন, ‘চারিদিকে অজস্র গানের ভিড়ে একটি শুদ্ধ লিরিক তৈরি হয়েছে পদ্মা সেতু নিয়ে। একে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়াকে আমি দায়িত্ব মনে করছি। আমি ধন্যবাদ জানাই গীতিকবি ড. তপন বাগচী, সুরকার নাজির মাহমুদ ও দুই কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস ও প্রেম ইসলামকে।

(ঢাকাটাইমস/২৪ জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা