দেড়শ পেরোলো বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালোই ছিল সফররত বাংলাদেশের। কিন্তু নুরুল হাসান সোহানের বিদায়ের পর একে একে ফিরলেন ছয়জন ব্যাটার। তাতেই বিপদে পড়েছে টাইগাররা। এর মধ্যেই দেড়শ রান পার করল সফররকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৫১ রান তুলেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
এখন ৩০ রানে লিটন কুমার দাস ও ১ রানে মেহেদি হাসান মিরাজ অপরাজিত রয়েছেন।
শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সমতায় ফেরার এই ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল সফরকারীদের। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মাহমুদুল হাসান জয়। অ্যান্ডারসন ফিলিপের করা বলে বোল্ড হওয়ার আগে ১০ রান করেন জয়।
এদিকে আপনতালেই খেলে যাচ্ছিলেন আরেক ওপেনার তামিম ইকবাল খান। এগোচ্ছিলেন অর্ধশতকের পথেই। কিন্তু প্রথম সেশনের ঠিক আগ মুহূর্তে আলযারি জোসেফের করা বলে ব্যক্তিগত ৪৬ রানে আউট হন তিনি। ৬৭ বলে খেলা ইনিংসটি নয়টি চারে সাজানো। দীর্ঘ আট বছর পর বাংলাদেশের জার্সিতে খেলতে নামা এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান।
বিজয় আউট হওয়ার পরের ওভারেই সজঘরের পথ ধরেন নাজমুল হাসান শান্তও। ২৬ রান করে আউট হন তিনি। পরের উইকেটে খেলতে নেমে বেশিক্ষণ থাকা হয়নি সাকিব আল হাসানের। ফিরেছেন মাত্র ৮ রানে। আর ৭ রানে আউট হন নুরুল হাসান সোহান।
(ঢাকাটাইমস/২৫জুন/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শেষ ম্যাচে সান্ত্বনার বড় জয় বাংলাদেশের

বড় জয়ের পথে বাংলাদেশ

৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের

এবার অভিষিক্ত ইবাদতের জোড়া আঘাত

দুই ওভারে দুই উইকেট নেই জিম্বাবুয়ের

বিজয়-আফিফের ফিফটিতে বাংলাদেশের ২৫৬

আফিফের ফিফটি, দুই শ পেরোল বাংলাদেশ

র্যাঙ্কিংয়ে তাইজুলের বড় লাফ, সাকিব-মুশফিকদের অবনতি

চাপ সামলে উঠতেই ফিরলেন বিজয়-মাহমুদউল্লাহ
