সিনেমায় একসঙ্গে গাইলেন পলাশ ও বিউটি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৪:০৮
অ- অ+

‘একজন ভাষা সৈনিকের গল্প’ নামে একটি সিনেমার গানে একসঙ্গে কণ্ঠ দিলেন শিল্পী পলাশ লোহ এবং ‘ক্লোজআপ ওয়ান’ তারকা বিউটি। সম্প্রতি মগবাজারের এক স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

‘একটা দেশ আছে আমার, বাংলাদেশ তার নাম’ শিরোনামের গানটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শহীদুল হক খান। সুর করেছেন গাজী ফারুক। সংগীত পরিচালনা করেছেন চঞ্চল।

গানটি সম্পর্কে শিল্পী পলাশ লোহ বলেন, ‘এটি আমার গানের তালিকায় অনবদ্য হয়ে থাকবে। ভাষা নিয়ে এত চমৎকার একটি গান গাইতে পেরে আমি খুবই আনন্দিত। গানটির কথা সুর ও সংগীত অসাধারণ। শ্রোতাদের মনে আজীবন থেকে যাওয়ার মতো একটি গানটি। আমার সঙ্গে বিউটিও চমৎকার গেয়েছেন।’

পলাশ আরও বলেন, ‘দেশ নিয়ে, ভাষা নিয়ে আমার বেশ কয়েকটি গান এর আগে রিলিজ হয়েছে। তবে সেগুলো অডিও কোম্পানির জন্য গেয়েছি। এবারই প্রথম সিনেমায জন্য ভাষার গান গাইলাম।’

শুধু পলাশ নন, গানটি নিয়ে উচ্ছ্বসিত শিল্পী বিউটিসহ সংশ্লিষ্ট কলাকুশলীরাও। এখন শুধু সিনেমাটি মুক্তি পাওয়ার অপেক্ষা। চলতি বছরের ডিসেম্বরে ‘একজন ভাষা সৈনিকের গল্প’ মুক্তি পাওয়ার কথা।

(ঢাকাটাইমস/২৭ জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা