বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৭:৩০
অ- অ+

রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধ্যায়নরত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আজ শিক্ষার্থীদের আনন্দময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা।

অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণিল নবীনবরণ ও শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রেক্টর প্রফেসর বাঞ্ছিতা চাকমা।

মনোরম আনন্দ আয়োজনে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের উপাধ্যক্ষ মতিয়া খান।

অনুষ্ঠানে নবীনদের বরণ ছাড়াও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সম্মাননা ও অভিজ্ঞানপত্র তুলে দেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

অনুষ্ঠানের শেষাংশে ছিলো বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও সমবেত গান, নৃত্য এবং দেশাত্মবোধক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

(ঢাকাটাইমস/২৭জুন/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা