ফের কোহলিকে পেছনে ফেললেন বাবর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ০০:৩০
অ- অ+

সময়ের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হলেন পাকিস্তানি দলনেতা বাবর আজম। সম্প্রতি এই তারকা ক্রিকেটার আরেক তারকা বিরাট কোহলির রেকর্ডগুলো নিজের করে নিচ্ছেন। এবার ফের ভারতীয় এই ব্যাটারকে পেছনে ফেললেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে কোহলির চেয়ে বেশিদিন সময় নিয়ে অবস্থান করছেন।

বাবর আজম এখন পর্যন্ত শীর্ষে আছেন ১ হাজার ২৮ দিন ধরে। আর বিরাট কোহলি এর আগে সর্বোচ্চ ১ হাজার ১৩ দিন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। এবার তাকে পেছনে ফেললেন পাকিস্তানি দলনেতা। তাদের আগে কেভিন পিটারসেন সর্বোচ্চ ৭২৯ দিন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও সবার ওপরেই অবস্থান করছেন বাবর আজম। তিনিই একমাত্র ব্যাটসম্যান তিনি আইসিসির ব্যাটসম্যানদের সব ফরম্যাটের সব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে আছেন।

(ঢাকাটাইমস/২৮জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা