নাট-বল্টু খুলে নেওয়া ব্যক্তি খালেদা জিয়ার অনুসারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৬:৪৩
অ- অ+

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া বায়েজিদ তালহা বিএনপির চেয়ারপার্সন খালিদা জিয়ার অনুসারী বলে মন্তব্য করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’শীর্ষক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘একজন নেত্রী বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে, আপনারা এতে উঠবেন না। সেই কথা প্রমাণ করতে তারই এক অনুসারী পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নিয়েছে। অসুস্থ রাজনৈতিক নেতৃত্বের কারণে তারা এমনটা করতে পারে।’

নাট-বল্টু পদ্মা সেতুর অলংকার বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অলংকার নারীর সৌন্দর্য। নারীর অলংকার যদি কেউ খুলে নিতে চায় তাকে আমরা ছিনতাইকারী বলি। পদ্মার নাট-বল্টু খুলে ছিনতাইকারীর মতন কাজ করেছে। তবে এসব করে আমাদের সৌন্দর্য নষ্ট করতে পারবে না।’

আজকে বাংলাদেশ বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, ‘শেখ হাসিনা আমাদের যে জায়গায় দাঁড় করিয়েছেন, সে জায়গায় আমাদের সবারই দায়িত্ব আছে। আমাদের মাধ্যমে যে সম্প্রীতি তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ।

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জুন/এমআই/মোআ))

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা