খোয়াই নদীতে গোসলে নেমে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ৩০ জুন ২০২২, ২১:০৬
অ- অ+

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে গোসল করতে নেমে নাহিদ (১৫) ও সাগর (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেহেদী হাসান তাদের মৃত ঘোষণা করেন।

মৃত নাহিদ যশের আব্দা গ্রামের খেলু মিয়ার পুত্র ও সাগর একই এলাকার সেলিম মিয়ার পুত্র।

জানা যায়, অন্যান্য দিনের মতো তারা পার্শ্ববর্তী মাঠ থেকে খেলা শেষে তিন বন্ধু মিলে খোয়াই নদীতে গোসল করতে নামে। এ সময় এক বন্ধু পাড়ে উঠতে পারলেও মৃত নাহিদ ও সাগর নিখোঁজ হয়। প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিম গ্রেপ্তার
এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন কামরুল ইসলাম      
ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৪ বছর পূর্তি উদযাপন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা