শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ০৮:৩৪| আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩:২০
অ- অ+

জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

একটি কোম্পানির কাছে পাওনা প্রায় সোয়া কোটি টাকা না পেয়ে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেন কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি গ্রামের এই ঠিকাদার।

বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের মুখমণ্ডলসহ ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আয়ুব হোসেন জানিয়েছেন।

হাসপাতালে নেওয়ার সময় তাকে উদ্ধারকারী সাংবাদিক মাহমুদ আলীকে গাজী আনিস বলেছেন, তিনি হেনোলাক্স কোম্পানির কাছ থেকে এক কোটি ২৬ লাখ টাকা পাবেন। ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে গত চার মাস আগে তিনি মানববন্ধনও করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা