ভারতে এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৩:২২
অ- অ+

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় ৩৫ বছর বয়সী এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

এনডিটিভি জানায়, গতকাল মঙ্গলবার মুম্বাই শহর থেকে ২০০ কিলোমিটার দূরে নাসিকের ইয়েওলার একটি উন্মুক্ত স্থানে ওই আধ্যাত্মিক নেতাকে হত্যা করা হয়।

নিহত সুফি নেতা আফগানিস্তানের নাগরিক। গত কয়েক বছর যাবত ভারতের নাশিক যোলা শহরে বসবাস করছিলেন। খাজা সায়েদ চিশতী নাম হলেও ‘সুফি বাবা’ নামে বেশি পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, হত্যাকারী সুফি বাবার মাথায় গুলি করে। তৎক্ষণাৎ তিনি মারা যান।

সুফি বাবার গাড়ি চালক প্রধান অভিযুক্ত বলে জানায় পুলিশ। হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে, জমি সংক্রান্ত বিষয়ের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কারণ আফগানিস্তানের নাগরিক হওয়ায় সুফি বাবার পক্ষে ভারতে জমি ক্রয় করা সম্ভব না। এ কারণে স্থানীয় কিছু মানুষের সাহায্যে তিনি একটি জমি ক্রয় করেছিলেন। হয়তবা ওই জমি নিয়ে গাড়ির চালকের সঙ্গে তার কোনো বিরোধ থাকতে পারে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা