কুমিল্লায় মোবাইল কেনা নিয়ে যুবক খুন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ২০:০৭
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনা নিয়ে আবদুর রউফ নয়ন (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

নিহত নয়ন নোয়াগ্রামের আবদুল গফুরের ছেলে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রির সহকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে পাশের ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল বিক্রি করার জন্য নয়নের বাড়িতে আসেন। মোবাইল বিক্রির সময় কালাম নামে এক যুবক বাধা দেন। এ নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে বাড়িতে তাকে হুমকি দেওয়া হয়।

এরপর বুধবার আবদুর রউফ নয়ন বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে একই বাড়ির আবুল কাসেমের ছেলে আবুল কালাম মোবাইল কেনাকে কেন্দ্র করে ক্ষোভে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নয়নের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নয়নের চিৎকারে বাড়িতে থাকা তার বোন আসমা আক্তার এসে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, আমরা খবর শুনে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা