ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ছাত্তার, সম্পাদক ছাফির

আগামী তিন বছরের জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন আব্দুস ছাত্তার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছাফির উদ্দীন আহমেদ।
দীর্ঘ ১৯ বছর পর শুক্রবার ময়মনসিংহ জেলার এই উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সম্মেলন শেষে কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয় রফিকুল ইসলাম বুলবুল (বুলু হাজী), জয়নাল আবেদীন, ভিপি রফিকুল ইসলাম, বজলুর রহমান, হাবিবুর রহমান মিলন, উৎপল কুমার সরকারকে।
আর মাহমুদুল হাসান সুমন, হারুন অর রশিদ এবং আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়াকে দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদক পদ।
সাংগঠনিক পদ পান আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ এবং এমদাদ হোসেন।
কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে শাফায়েত হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক পদে রুহুল আমিন রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পলাশ গুণ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরোয়ারুল ইসলাম মনোনীত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল(বুলু) হাজীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
এছাড়াও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএইচ/এলএ)

মন্তব্য করুন