রাজনের গোলে সমতায় থেকে বিরতিতে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ২০:২৮

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে রাজন হাওলাদারের গোলে সময় থেকেই বিরতিতে গেল বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোল ব্যবধানে।

শিরোপা নির্ধারণী ম্যাচে ফেভারিট হিসেবে খেলতে নামলেও স্বাগতিক ভারত যে ভয়ংকর হয়ে উঠতে পারে সেটা আগে থেকেই জানতো পল স্মলির শিষ্যরা। আর আর প্রথমার্ধের খেলায় হয়েছে সেটাই। প্রথম মিনিটের খেলায় বক্সের ভেতরে ভারতীয় ফুটবলারকে অবৈধভাবে বাধা দেন বাংলাদেশি গোলকিপার আসিফ ভূঁইয়া।

সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ভারতীয় ফরোয়ার্ড গুরকিরাত সিং। এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। কিন্তু মিলছিলো না কাঙ্ক্ষিত গোলের দেখা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে যাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে রফিকুল ইসলাম রফিকের দেয়া পাসে রাজন হাওলাদারের গোলে সমতায় থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :