আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় আছি

আদিত্য আরাফাত
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ১৫:২৭

রাষ্ট্রের নিরীহ নাগরিক হিসেবে আমি এ মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আগ্রহী। যে বক্তব্য হবে জাতীর উদ্দেশ্যে। অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণের কথাই বলছি। যে ভাষণে জানতে পারবো দেশের ঝুলিতে কি আছে অথবা ঘাটতি আছে? অর্থনীতির ভিতই বা কেমন? নাগরিকদের সামনে সম্ভাব্য কি খারাপ সংবাদ আসতে পারে? (না এলে তো ভালোই)।

শুক্রবার দিবাগত রাতে ঘুমানোর আগে জানলাম, জ্বালানি তেলের আকাশচুম্বি দাম বেড়েছে। হঠাৎ এমন ঘোষণায় ভীষন অস্থির লেগেছে। এমন নির্ঘুম রাত আর কাটাতে চাই না। বিশ্বাস করতে চাই, দেশ শ্রীলংকার পথে হাঁটছে না। বিশ্বাস রাখতে চাই, বাংলাদেশ শ্রীলংকা হবে না।

এ মুহুর্তে সরকারপ্রধান থেকে একটা পরিষ্কার ধারণা পেলে নাগরিকরাও সেভাবে মানসিক প্রস্তুতি নেবে। সে অনুযায়ী চলবে। কর্ম পরিকল্পনা করবে। আয় ব্যয়ের হিসেব করে চলবে।

সবমিলে জানতে চাই, পঞ্চাশের বাংলাদেশ কোথায় যাচ্ছে? সংকট থাকলে তা উত্তরণের পথ কি? মাননীয় সরকারপ্রধান, একটু জানান। দেশের নাগরিকরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায়।

লেখক: সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :