জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪:৫৯ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২২, ১২:১৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।

সোমবার অ্যাডভোকেট আশিকুজ্জামান এ রিট দায়ের করেন।

রিট দায়েরের পর অ্যাডভোকেট আশিকুজ্জামান বলেন, ‘আজকে হাইকোর্টে রিট করেছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে আমি রিট পিটিশনটি দায়ের করেছি।’

মঙ্গলবার রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

অ্যাডভোকেট আশিকুজ্জামান বলেন, ‘সরকার ৫ তারিখে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে যে প্রজ্ঞাপন দিয়েছে সেটি স্থগিত এবং বাতিল চেয়েছি। ৫০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি করেছে এটা জনগণের ওপর প্রভাব পড়বে। যানবাহনের ভাড়া অলরেডি বেড়ে গেছে। দেশে কৃষিকাজে তেলের ব্যবহার করা হয়, তারাও ক্ষতিগ্রস্ত হবে।’

শুক্রবার দিবাগত রাতে হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম ৮০ থেকে বাড়িয়ে ১১৪ টাকা; অকটেন ৮৯ থেকে ১৩৫ আর পেট্রল ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়েছে।

ডিজেলসহ সব ধরনের দাম বৃদ্ধির ফলে জীবনযাত্রার ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মূল্যবৃদ্ধির ঘোষণার পরদিনই বাড়ানো হয়েছে বাসভাড়া। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/কেআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :