নিবাসের বাথরুমে বাকপ্রতিবন্ধী তরুণীর লাশ

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৯:২৬
অ- অ+

গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মিতু (২২) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী।

উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে নিবাসের বাথরুমে যান মিতু। দীর্ঘ সময় পরেও বের না হলে কেন্দ্রের অন্য নারীরা টয়লেটের দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে মিতু ওই কেন্দ্রে নিবাসী হিসেবে ছিলেন। ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে নির্যাতনের বিষয়ে এখনো কোনও আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা