গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ১২ জন আটক

গাজীপুর মহানগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে এক গ্রাম হেরোইন, এক কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এমআই/এফএ)

মন্তব্য করুন