ঢাকা-উত্তরবঙ্গ রেলপথে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১:৩৬ | প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১১:০১

ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার রাত ১২টা ৩৩ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে ইঞ্জিন পরিবর্তন শেষে বৃহস্পতিবার সকাল ৬টা ২৬ মিনিটে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, বুধবার রাত ১২টা ৩৩ মিনিটের দিকে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে ঢাকা থেকে আরেকটি ইঞ্জিল এলে তা পরিবর্তন শেষে বৃহস্পতিবার সকাল ৬টা ২৬ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এখন ঢাকা ও উত্তর-দক্ষিণ অঞ্চলের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :