ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: দুই মাস পর একজন গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মামলার দুই মাস পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরুণের নাম শাহ সালমান (২৩)। তিনি তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের কাপ্তান আলমের পুত্র।
বৃহস্পতিবার সকালে থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন।
তিনি জানান, ঘটনার সময়ে একাধিক স্থিরচিত্র, ভিডিওসহ বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করে শাহ সালমান সংঘর্ষের ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৯ জুন দুপুরে তাজপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী তারেক মিয়া ও একই কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কবির মিয়ার মধ্যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর দুইটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে সংঘর্ষটি এলাকাভিত্তিক ছড়িয়ে পড়লে তারেক আহমদের পক্ষে কাদিপুর গ্রামের প্রায় দেড় শতাধিক লোকজন ও কবির আহমেদের পক্ষে দিগর গয়াসপুরসহ কাশিপাড়া গ্রামের প্রায় দেড় শতাধিক লোকজন সংঘর্ষে জড়ান। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিলেটে হামলা, মামলা থেকে বাঁচাতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জাফলংয়ে ইসিএভূক্ত এলাকা থেকে বালু উত্তোলন, ৫ নৌকা জব্দ

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

গাজীপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেবেন্দ্র কলেজ শিক্ষকদের কর্মবিরতি

দামুড়হুদায় মেয়েকে কুপিয়ে হত্যার একদিন পর বাবা গ্রেপ্তার

ঘোড়া দিয়ে সরিষার তেলের ঘানি ভাঙিয়ে চলে জিয়াউলের সংসার
