সৌদি আরবে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২২, ১৫:৪১| আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৫:৫৩
অ- অ+

সৌদি আরবের আভা শহরের একটি মসজিদে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারের সময় ওই বিস্ফোণকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এক পাকিস্তানি নাগরিকসহ তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছে।

আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বুধবার জেদ্দায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের বাড়িতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটনা ওই ব্যক্তি।

২০১৫ সালে সৌদি আরবের আভা শহরের একটি মসজিদে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছিলেন। ওই হামলার সঙ্গে আব্দুল্লাহ বিন জায়েদ আল শেহরি নামে এক সৌদি নাগরিক সন্দেহ বলে তাকে খুঁজছিল পুলিশ। তিনি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

এ বোমা হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে আরব দেশগুলো।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান, মিশরসহ আরব দেশগুলো নিন্দা জানিয়েছে। আর ওআইসি এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা