আর্মেনিয়ার আতশবাজি গুদামে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ১৩:৫৩| আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪:১৬
অ- অ+

রবিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি শপিং মলের আতশবাজি গুদামে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে। সোমবার রুশ সংবাদ সংস্থা তাস আর্মেনিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে জীবিতদের উদ্ধারের তৎপরতা বহাল রেখেছে। পথচারীরাও ক্ষতিগ্রস্তদের নিরাপদ এলাকায় যেতে সাহায্য করেছে।

এর আগে রবিবার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি আর্মেনিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, তৃতীয় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা এর আগে দুজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

সোমবার আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

দেশটির জরুরী মন্ত্রী আরমেন পাম্বুখচিয়ান আর্মেনিয়া সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে শক্তিশালী বাতাস এখনও হুমকি তৈরি করেছে। উদ্ধারকারী দল রাতভর জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাবে।

জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুটি বড় আতশবাজির বিস্ফোরণে একটি ভবনের কিছু অংশ ভেঙে পড়ে।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬১ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কী কারণে আতশবাজি বিস্ফোরণ হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা