আইডিয়াল স্কুলের প্রকৌশলী ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৯:৫২| আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২০:১৯
অ- অ+

ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ প্রথামিক অনুসন্ধানে প্রমাণ হওয়ায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান খান ও তার স্ত্রী ভিশন-৭১ ডেভেলপমেন্টের পরিচালক মিসেস নাহিদা ইসলামের (নিপা) সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলামের স্বাক্ষরে গত রবিবার (১৪ আগস্ট) তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন দুদকর উপ-পরিচালক (জনসংযোগ) মু. আরিফ সাদেক।

দুদকের পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, আপনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন।’

চিঠিতে বলা হয়, ‘আপনার, আপনার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বেনামে অর্জিত অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে প্রেরিত সংযুক্ত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।’

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করতে পারলে, ব্যর্থ হলে বা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুদক আইন ২০০৪ এর ২৮ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে চিঠিতে জানানো হয়।

ঢাকাটাইমস/১৬আগস্ট/এসআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা