এটিই দুর্দশার শেষ মাস: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ২০:১৩
অ- অ+

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে। এছাড়া বিদ্যুতের ঘাটতির ফলে দেশের মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, ‘আমরা সাময়িক একটু অসুবিধার মধ্যে আছি। তবে এটিই দুর্দশার শেষ মাস। আগামী মাস থেকে এ সমস্যাগুলো আর থাকবে না।’

শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের মানুষের কষ্ট দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পান। সাময়িক অসুবিধা স্থায়ী হবে না। আমরা আবার উন্নয়নের দিকে যাব। জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হবে।’

একটি মহল দেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘তারা রাজপথ দখলে নিয়ে মানুষকে আবারো কষ্ট দিতে যায়। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে অপপ্রচার চালিয়েও মানুষকে বিভ্রান্ত করছে।’

তিনি বলেন, ‘দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের নাগরিক। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি বাংলাদেশকে এগিয়ে নিতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে।’

জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাংঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাস প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা