নতুন সময়সূচিতে অফিস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২২, ০৯:৫৮| আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১:০৭
অ- অ+

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস এবং ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে নতুন সময়সূচির প্রথমদিনে অনেকেই আগে আগে অফিসে চলে আসেন।

জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া নতুন সিদ্ধান্তকে অনেক কর্মকর্তা-কর্মচারী স্বাগত জানান। তারা বলেন, সাময়িক কষ্ট হলেও দেশের জন্য তা মানতে রাজি।

একজন উপসচিব টাকা টাইমসকে বলেন, ‘সকালে অফিস ধরার চিন্তায় ভোর রাতেই ঘুম ভেঙে গেল। যথা সময়ে আসতে পেরেছি।’

সরকারের ঘোষিত নতুন সময়সূচি আজ সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। আর ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত। সপ্তাহের শুক্র ও শনিবার দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সরকারি অফিসে জানালার পর্দা খুলে ফেলতে সিদ্ধান্ত হয়। হাইকোর্ট থেকেও এক পর্যবেক্ষণে এমনটিই বলা হয়েছে। সচিবালয়সহ সরকারি সব দপ্তরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বল্প সময় চালু রাখার কথা বলা হয় মন্ত্রিসভা থেকে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা