বঙ্গবন্ধু ললিতকলা একাডেমিতে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ আলোচনা সভা

বঙ্গবন্ধু ললিতকলা একাডেমিতে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
‘বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি’র উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল আমীন।
সভায় সভাপতিত্ব করেন সাবেক আইজিপি ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক।
সভা পরিচালনা করেন ও স্বাগত ভাষণ দেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আহমেদ।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/এসকেএস)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

হেরিটেজ স্টেশনে

কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা

নীলাম্বরী কাজীবাড়ী

নোবেল বিজয়ী জাপানি লেখক কেনজাবুরো ওয়ে মারা গেছেন

‘সৃজনশীল সাহিত্যের আবেদন সর্বকালীন’

“শতবর্ষে সোমেন” শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন শুরু শুক্রবার

সেই ছেলেটি!

১০ মার্চ শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন
