ঝালকাঠিতে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬
অ- অ+

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৬ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। রাকিবুল সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় মারা যান।

এ খবর নিশ্চিত করেছেন রাকিবুলের ভাই তারিকুল ইসলাম তারেক। তিনি জানান, ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ সময় তার জ্ঞান না ফেরায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সকালে মারা গেছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট শনিবার বিকালে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপণ করা নিয়ে সংঘর্ষে পিতা-পুত্রসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন। আহতরা হলেন- শফি উদ্দিন হাওলাদার (৭৩), তার পুত্র তারিকুল ইসলাম তারেক (৪৩), রাকিবুল ইসলাম (৪০) এবং স্ত্রী নুরজাহান বেগম (লিলি) (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭) ।

এ ঘটনায় শুক্রবার আহত তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় পাঁচজনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।

অভিযুক্তরা হলেন- শহীদুল ইসলাম শহিদ (৫৫), ইব্রাহিম হোসেন তপু হাওলাদার (৪৫), নজরুল ইসলাম হাওলাদার (৩৭), মামুন হাওলাদার (৪৫), মিজান হাওলাদার (৫০)।

কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত)শাহিন হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আমরা মামলা এজাহারভুক্ত করেছি।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা