আইইউবিএটির ভর্তি পরীক্ষা ২৩ মে: থাকছে শতভাগ পর্যন্ত মেধাবৃত্তি 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৪:১৩| আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:৪৪
অ- অ+

দেশের উচ্চশিক্ষা খাতে পেশাদার, মানবিক ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। শিক্ষার মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে অব্যাহত উদ্যোগের অংশ হিসেবে সামার-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৩ মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ মে, সকাল ১০টা থেকে রাজধানীর উত্তরায় অবস্থিত আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাসে।

বহুবিধ শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর সুযোগ

আইইউবিএটি বর্তমানে ছয়টি অনুষদের অধীনে নয়টি স্নাতক ও চারটি স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে।

স্নাতক পর্যায়ে: বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, অ্যাগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইংরেজি।

স্নাতকোত্তর পর্যায়ে: এমবিএ, এমপিএইচ, এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

আবেদন করতে হবে অনলাইনে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে:

www.iubat.edu/admission

১০০% পর্যন্ত মেধাবৃত্তি ও ১০২ ধরনের স্কলারশিপ

আইইউবিএটি শুরু থেকেই আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে। সামার-২০২৫ সেশনে শিক্ষার্থীদের জন্য থাকছে ১০০% পর্যন্ত মেধাবৃত্তি, মেয়েদের জন্য বিশেষ ১৫% বৃত্তি এবং মোট ১০১ ধরনের স্কলারশিপ। এই বৃত্তিগুলো শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা

ঢাকার সব রুট ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সাভার থেকে আইইউবিএটির নিজস্ব বাস চলাচল করে। শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ও সময়ানুগ যাতায়াত নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এ সুবিধা প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে। ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান।

সবুজ ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ

ঢাকার ব্যস্ত নগরজীবনের একপাশে, উত্তরার প্রাণকেন্দ্রে অবস্থিত আইইউবিএটির ২০ বিঘা সবুজ ক্যাম্পাস ছাত্রছাত্রীদের জন্য একটি শান্ত, নির্মল ও সৃজনশীল পরিবেশ তৈরি করেছে। এখানে রয়েছে: আধুনিক শিক্ষাভবন, সমৃদ্ধ লাইব্রেরি, ফ্রি ওয়াইফাই, ইনডোর গেমস, শহীদ মিনার এবং খেলার মাঠসহ নানা ধরনের সুযোগ-সুবিধা।

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে রয়েছে প্রোগ্রামিং ক্লাব, বিতর্ক প্রতিযোগিতা, উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ ক্লাবভিত্তিক কার্যক্রম।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১০তম বোর্ড সভা অনুষ্ঠিত
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা